top of page
  • White Facebook Icon
  • White Twitter Icon
  • Instagram
  • YouTube
  • Whatsapp

পিতা-মাতা, সন্তানের ভবিষ্যৎ | Parents, the future of a child

  • Writer: amc
    amc
  • Jan 24, 2022
  • 2 min read

॥ পিতা-মাতা, সন্তানের ভবিষ্যৎ ॥



“1. ছেলেমেয়েরা, প্রভু যেভাবে চান সেইভাবে তোমাদের বাবা মাকে মেনে চলো; তোমাদের উচিত তাঁদের বাধ্য হওয়া৷ 

2. আজ্ঞায় আছে, “তোমাদের মা-বাবাকে সম্মান করো৷” এটাই হল প্রতিশ্রুতিযুক্ত প্রথম আজ্ঞা৷ 

3. সেই প্রতিশ্রুতি হচ্ছে: “তাহলে সবদিক দিয়ে তোমার মঙ্গল হবে ও তুমি মর্ত্যে দীর্ঘায়ু হবে৷”

4. তোমরা যারা সন্তানের বাবা, আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের সন্তানদের ক্রুদ্ধ করো না, বরং প্রভু যেমন চান সেইরূপ শাসন করে ও শিক্ষা দিয়ে তাদের মানুষ করে তোল৷”

(#ইফিষীয় 6:1-4)



অতএব, মনে রেখো প্রভু তোমাদের কাছে #প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি বলেছিলেন তোমরা যদি তাহার আজ্ঞা সকল মেনে চলো তবে তোমরা #দীর্ঘায়ু হবে। তাই যে সমস্ত সন্তানগন তোমরা প্রভুর আজ্ঞা মানো, তোমরা তোমাদের পিতা মাতাকে শ্রদ্ধা, সম্মান, ভক্তি, প্রেম ও তাদের প্রতিটি কথা শুনে চলো। শুধুমাত্র তা'ই নয়, তাদের প্রতি বাধ্য হও। কারণ তোমার পিতা-মাতা চাননা তোমরা বিপদে পড়ো ও তোমাদের জীবনে কোনো সমস্যা আসুক। তাই #বাধ্য হও তাদের মনেরমতো হয়ে চলতে। তাদের কথা শুনতে মোটেই অবাদ্ধ হয়োনা। আর নিয়মিত প্রার্থনা করো। মনের মধ্যে অনর্থক চিন্তা, বাসনা কোরোনা। তাহাতে তোমার ক্ষতি ও বিপদ আসতে পারে।

তাই বাবা মায়ের বস্যতা স্বীকার করো, যেমনটি প্রভু চান। আর এটাই তোমাদের জীবনে শিক্ষার প্রথম ধাপ। যদি এইমতো চলো তাহলে পৃথিবীতে তোমরা #জীবিত থাকবে। নচেত তোমাদের পিতা-মাতার কাছে অবাদ্ধতা তোমাদের মৃত্যুর কারণ হতে পারে।



ঠিক তেমনি, তোমরা যারা পিতা মাতা, তোমরা সন্তানদের শান্ত ও নম্রতার সহিত তাদের সঙ্গে ব্যবহার করো। অযথা চিৎকার চেঁচামেচি করে তাদের ক্রুদ্ধ করে তুলনা। তোমরা শুদ্ধমনে, ধীর মস্তিষ্কে #শাসন করো। এবং প্রভুর #চেতনা গুলি দাও। তোমাদের শান্ত ভাবের শাসনে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি লাভ করবে। আর তোমাদের নম্রতা ও ভদ্রতা তাদের #সততার জীবনে এগিয়ে নিয়ে যাবে। এইরূপেই তোমাদের পুত্র-কন্যাগন জীবনে #সম্পদ লাভ করবে।


___Rev. Apurba Man



AMEN

 

:এখানে ভালোবাসার উপহার পাঠান: :Send your Love Gifts: UPI: amc@airtel https://bit.ly/supportamc

 

|| Telegram || নিচের দেওয়া লিঙ্কে টেলিগ্রাম-এ আমাদের সাথে যুক্ত হোন ও ঈশ্বরের বাক্যে প্রতিদিন অনুপ্রাণিত এবং আশীর্বাদপ্রাপ্ত হোন: Join us on Telegram at the given link below & be inspired & blessed daily in the Word of God: https://Telegram.me/amc99_org

 

Comments


bottom of page