top of page
Writer's pictureamc

তিনি যোগ্যদের ডাকতে নয়, বরং যাদের ডেকেছেন, তাদের যোগ্য করে তুলতে এসেছিলেন | He qualifies the called





“তিনি যোগ্যদের ডাকতে নয়, বরং যাদের ডেকেছেন, তাদেরকে যোগ্য করে তুলতে এসেছিলেন!”

“#আমরা জানি যারা #ঈশ্বরকে #ভালবাসে, অর্থাৎ #ঈশ্বর নিজের #উদ্দেশ্যমত যাদের #ডেকেছেন তাদের #মংগলের জন্য সব কিছুই একসংগে #কাজ করে যাচ্ছে। ঈশ্বর যাদের #আগেই #বাছাই করেছিলেন তাদের তিনি তাঁর #পুত্রের মত হবার জন্য আগেই #ঠিক করেও রেখেছিলেন, যেন সেই #পুত্র অনেক #ভাইদের মধ্যে #প্রধান হন। যাদের তিনি আগেই ঠিক করে রেখেছিলেন তাদের তিনি ডাকও #দিলেন; যাদের #ডাক দিলেন তাদের তিনি #নির্দোষ বলে #গ্রহণও করলেন; যাদের নির্দোষ বলে #গ্রহণ করলেন তাদের #তিনি #নিজের #মহিমাও #দান করলেন।” (#রোমীয় 8:28‭-‬30)

"HE QUALIFIES THE CALLED!"

“#We #know that in #everything #God #works for the #good of those who #love him. These are the #people God chose, because that was his #plan. God knew them #before he #made the #world. And he #decided that they would be like his #Son. Then #Jesus would be the #firstborn of many #brothers and #sisters. God planned for them to be #like his Son. He #chose them and made them #right with him. And #after he made them right, he #gave them his #glory.” (#Romans 8:28‭-‬30)

















AMEN

 

:এখানে ভালোবাসার উপহার পাঠান: :Send your Love Gifts: UPI: amc@airtel https://bit.ly/supportamc

 

|| Telegram || নিচের দেওয়া লিঙ্কে টেলিগ্রাম-এ আমাদের সাথে যুক্ত হোন ও ঈশ্বরের বাক্যে প্রতিদিন অনুপ্রাণিত এবং আশীর্বাদপ্রাপ্ত হোন: Join us on Telegram at the given link below & be inspired & blessed daily in the Word of God: https://Telegram.me/amc99_org

 

コメント


bottom of page