মানুষ কি ঈশ্বরকে দেখতে পারে? | Can people see God? | Bible Teaching | Rev. Apurba Man | amc
- amc
- Feb 11, 2022
- 2 min read

1. #মানুষ কি ঈশ্বরকে দেখতে পারে? :-
3. কেউই #ঈশ্বরকে দেখেনি। :-
b) “ঈশ্বরকে কেহ কখনও দেখে নাই;...” (#যোহন 1:18)
4. তিনি অগম্য। অর্থাৎ, #স্বেচ্ছায় তাঁর কাছে কেউই পৌঁছাতে পারে না। :-
বিঃদ্রঃ
যদি কখনো, কোনো #ব্যক্তি/#সংস্থা/#মণ্ডলী আপনাকে বলে যে - তিনি ঈশ্বরকে দেখেছেন, তাহলে তিনি একজন #মিথ্যাবাদী। তিনি সম্পূর্ণ ভিন্ন #মতবাদ #প্রচার করছেন বা ভ্রান্ত শিক্ষা দিচ্ছেন। এবং তিনি আমাদের প্রভু #যীশু #খ্রীষ্টের দেওয়া শিক্ষামালার সাথে একমত নন। (#1তিমথীয় 6:3 দেখুন)
“...একইভাবে তোমাদের দলের মধ্যে কিছু কিছু #ভণ্ড #শিক্ষক প্রবেশ করবে৷ তারা ভুল শিক্ষা দেবে, যে #শিক্ষা গ্রহণ করলে লোকেদের #সর্বনাশ হবে৷ সেই ভণ্ড শিক্ষকরা এমন কৌশলে তোমাদের শিক্ষা দেবে যাতে তারা যে #ভ্রান্ত শিক্ষা দিচ্ছে সেটা তোমরা ধরতে পারবে না৷ তারা, এমন কি #প্রভু যিনি #মুক্তি এনে দিয়েছেন তাঁকে পর্যন্ত #অস্বীকার করবে৷ তাই তাদের নিজেদের #ধ্বংস তারা সত্বর ডেকে আনবে৷” (#2পিতর 2:1)
___Rev. Apurba Man
:এখানে ভালোবাসার #উপহার পাঠান: :Send your #Love #Gifts: #UPI: amc@airtel https://bit.ly/supportamc

|| Telegram || নিচের দেওয়া #লিঙ্কে টেলিগ্রাম-এ আমাদের সাথে #যুক্ত হোন ও ঈশ্বরের #বাক্যে প্রতিদিন #অনুপ্রাণিত এবং #আশীর্বাদপ্রাপ্ত হোন: #Join us on #Telegram at the given link below & be #inspired & #blessed daily in the #Word of #God: https://Telegram.me/amc99_org
Comments